মেয়াদ শেষে টাকা না পাওয়া বা পলিসি বাতিল হয় কেন
Why Is The Policy Canceled or Non-Payment at The End of The Term?
ইন্স্যুরেন্স কর্মকর্তা জাহিদুল ইসলাম বলছেন পলিসি চলমান না রাখলে বা প্রতিষ্ঠানের সাথে চুক্তি অনুযায়ী নিয়মিত প্রিমিয়াম পরিশোধ না করলে পলিসি আর কার্যকর থাকে না।
"অনেক গ্রাহক নিয়মিত প্রিমিয়াম দেন না। তখন পলিসি অকার্যকর হয়ে পড়ে। বা অনিয়মিত দেয়ার কারণেও অনেক সময় মেয়াদ শেষে টাকা পাওয়া যায় না"।সরকারী নিয়ম অনুযায়ী কোন গ্রাহক যদি ২ বছর বা ২৪ মাস টাকা জমা দেয় তা হলে গ্রাহকের কোন সমস্যা নেই। মেয়াদ শেষে জমাকৃত টাকা ফেতৎ পাবেন।
আবার বীমার নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট সময় পর্যন্ত নিয়মিত প্রিমিয়াম না দিলে তখন গ্রাহক যত টাকা জমা দিয়েছেন তার চেয়ে কম টাকা ফেরত পান।
"এসব বীমার নিয়ম যা বিশ্বজুড়েই আছে। এখানে সমস্যা হলো এজেন্টরা এসব বিষয় অনেক সময় গ্রাহককে বলেন না। আবার গ্রাহকরাও অনেকে সব জানার চেষ্টা না করে গ্রাহক হয়ে যান। নিয়মিত প্রিমিয়াম দিয়ে কেউ মেয়াদ শেষে চুক্তি অনুযায়ী টাকা পায়নি এমন ইতিহাস কোন কোম্পানিতে নেই," বলছিলেন মিস্টার ইসলাম।

No comments