Header Ads

Header ADS

দেশের বীমা খাত নারীদের ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করেছে মন্তব্য জয়নুল বারী

 

দেশের বীমা খাত নারীদের ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করেছে


দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে বীমা খাতকে শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন বরিশাল বীমা মেলার সমাপনী অনুষ্ঠানের বক্তারা। তারা বলেন, যতো বেশি মানুষকে আমরা বীমার আওতায় আনতে পারব দেশের অর্থনীতি ততো সচল হবে; জিডিপি বাড়বে।

শুক্রবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় বীমা মেলার সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বিপিএম (বার)। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিআইএ’র ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ পাভেল, কর্তৃপক্ষের সদস্য (নন-লাইফ) মো. নজরুল ইসলাম ও নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী প্রমুখ।

বরিশালকে বীমা খাতের অপার সম্ভাবনাময় বাজার উল্লেখ করে বক্তারা বলেন, দেশের বীমা খাত সবচেয়ে বেশি প্রসার লাভ করেছে কুমিল্লায়। এরপরই বরিশালের অবস্থান। তারা বলেন, বরিশাল এগিয়ে যাচ্ছে; অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। পদ্মা সেতু হওয়ার পর বরিশাল এখন সবার নজর কেড়েছে। বীমা কর্মীদের জন্য এটা ভালো খবর।

বীমা কর্মীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, আপনারা গ্রাহকদের সঠিক তথ্য দিবেন। গ্রাহকদের পলিসি করানোর ক্ষেত্রে কোন বীমা কোম্পানির আর্থিক অবস্থা ভালো তা যাচাই করতে হবে। মিথ্যা আশ্বাস দিয়ে বীমা করা যাবে না। দেশের বীমা খাত নারীদের ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করেছে বলেও মন্তব্য করেন বরিশাল বীমা মেলার সমাপনী অনুষ্ঠানের বক্তারা।

YouTube: https://www.youtube.com/channel/UCI6gZhyuSM2PK5rdbahofuA Web/Blog Site Link : https://insuranceman01.blogspot.com/ Fb Page : https://www.facebook.com/profile.php?id=100087867943542 


No comments

Powered by Blogger.