Header Ads

Header ADS

২৪ বীমা কোম্পানি থেকে এক কোটি ২২ লাখ টাকা জরিমানা আদায়

 

24 Collecting a Fine of Tk 1 Crore 22 Lakh From The Insurance Company





বীমা আইনসহ অন্যান্য বিধিবিধান লঙ্ঘনের দায়ে আরোপিত জরিমানা বাবদ ২৪ বীমা কোম্পানির কাছ থেকে এক কোটি ২২ লাখ টাকা আদায় করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

চলতি অর্থবছরের প্রথম ৪ মাসে এই জরিমানা আদায় হয়েছে বলে কর্তৃপক্ষের ৩৫তম মাসিক সমন্বয় সভায় জানানো হয়

ওই সভায় বীমা আইন লঙ্ঘন রোধে গুরুত্ব প্রদান, আরোপিত জরিমানা আদায়ে পদক্ষেপ ও কোম্পানিগুলোতে পরিদর্শন জোরদার করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন আইডিআরএ চেয়ারম্যান।

সভায় প্রতি মাসে অন্তত একটি বীমা কোম্পানির প্রধান কার্যালয় পরিদর্শনের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। একইসঙ্গে শাখা পরিদর্শনের জন্য গঠিত দলকে মাসে অন্তত একটি শাখা পরিদর্শনের নির্দেশ দেয়া হয়।


ইন্স্যুরেন্স পেশায় TRAINING এর বিকল্প নেই । আমরা যারা বীমা পেশায় কাজ করি আমাদের পর্যাপ্ত পরিমাণ টেনিং না থাকার কারণে বেশী ইন্স্যুরেন্স সেল করতে পারিনা। তাই Insurance Man আপনাদের জন্য নিয়ে এলো ফ্রি Online Training.

আমাদের ফ্রি Training গুলো দেখতে যুক্ত হতে পারেন YouTube Or Facebook এ YouTube: https://www.youtube.com/@InsuranceMan/videos Web/Blog Site Link : https://insuranceman01.blogspot.com/ Fb Page : https://www.facebook.com/profile.php?id=100086409855197

No comments

Powered by Blogger.