Header Ads

Header ADS

সিইওদের বেতন ও ভাতা ছাড়া অতিরিক্ত সুবিধা প্রদান করে নিয়ম লঙ্ঘন করছে IDRA

 

IDRA is Flouting The Rules by Providing Fringe Benefits to CEOs Apart From Salary And Allowances



বীমা কোম্পানির সিইওদের আইনে নির্ধারিত বেতন সীমার বাইরে কোনো অতিরিক্ত বেতন, ভাতা, বোনাস এবং সুবিধা দেওয়া যাবে না, বীমা নিয়ন্ত্রক সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।


ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (আইডিআরএ) এই ঘোষণা দিয়েছে কারণ দেখা গেছে যে কিছু বীমাকারী প্রতিষ্ঠান তাদের সিইওদের বেতন ও ভাতা ছাড়া অতিরিক্ত সুবিধা প্রদান করে নিয়ম লঙ্ঘন করছে। 

বীমাকারীর সিইওদের বেতন, ভাতা ছাড়া কোনো অতিরিক্ত সুবিধা নেই: IDRA

আইডিআরএ খাতে শৃঙ্খলা ও স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং বীমা গ্রাহকদের স্বার্থ রক্ষা করতে বীমাকারীদের কঠোরভাবে বিজ্ঞপ্তিটি অনুসরণ করতে বলেছে।


যারা নিয়ম মেনে চলবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে বীমা নিয়ন্ত্রক।

বাংলাদেশে 35টি জীবন বীমা এবং 46টি নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে।


আমাদের ফ্রি Training গুলো দেখতে যুক্ত হতে পারেন YouTube Or Facebook এ


YouTube: https://www.youtube.com/@InsuranceMan/videos
Web/Blog Site Link : https://insuranceman01.blogspot.com/
Fb Page : https://www.facebook.com/profile.php?id=100086409855197

No comments

Powered by Blogger.