লেনদেনের শীর্ষে বীমা খাত প্রধান শেয়ারবাজার ডিএসই
The Insurance Sector is at The Top of The Transaction, The Main Stock Market DSE
নতুন করে বীমা খাতের শেয়ারদরে কিছুটা ঊর্ধ্বমুখী ধারা দেখা যাচ্ছে। গত বুধবার থেকে এ খাতের শেয়ারদর বাড়ছে। গত রোববার বীমা খাতের লেনদেন হওয়া ৫৫ কোম্পানির মধ্যে ১৯টির দর বেড়েছে। টানা তিন বৃদ্ধির পর বিক্রির চাপে কমেছে ২৬টির। অপরিবর্তিত ছিল ১০টির দর। এদিকে এ খাতের লেনদেনও বেড়েছে, উঠে এসেছে খাতওয়ারি লেনদেনের শীর্ষে।
তবে সার্বিক হিসাবে বাজারের অবস্থার উন্নতি হয়নি। প্রধান শেয়ারবাজার ডিএসইতে তালিকাভুক্ত ৩৯১ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩৩০টির কেনাবেচা হয়েছে। ক্রেতার অভাবে ৬১টির লেনদেনই হয়নি। লেনদেন হওয়া শেয়ারের মধ্যে মাত্র ৪০টির দর বেড়েছে, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত ছিল ১৬৮টির দর।
গতকাল এ বাজারে ২৮৪ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা বৃহস্পতিবারের তুলনায় প্রায় ৩৪ কোটি টাকা কম। এদিন ৩৩০ শেয়ারের কেনাবেচা হলেও লেনদেনের শীর্ষ ১০ শেয়ারেই কেনাবেচার পরিমাণ ছিল মোটের প্রায় অর্ধেক। প্রধান মূল্য সূচক ডিএসইএক্স দেড় পয়েন্ট হারিয়ে ৬১৯২ পয়েন্টে নেমেছে।
বীমা খাতের লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, সর্বশেষ তিন কার্যদিবস এ খাতের বেশিরভাগ শেয়ারের দরবৃদ্ধির নেপথ্যে কোম্পানি বা খাত-সংশ্নিষ্ট কোনো ইতিবাচক খবর আছে বলে কেউ জানাতে পারেনি। তবে বাজার সূত্র জানিয়েছে, গত ২১ ডিসেম্বর নিয়ন্ত্রক সংস্থা যে ১৬৭ শেয়ারের ফ্লোর প্রাইস তুলে নিয়েছে, তার মধ্যে একক খাত হিসেবে বীমা খাতের শেয়ার সবচেয়ে বেশি। এ খাতের ৫৬ কোম্পানির মধ্যে ৩৮টিরই ফ্লোর প্রাইস প্রত্যাহার হয়েছে। এ অবস্থায় এ খাতের শেয়ারের যাতে দরপতন না হয়, তা ঠেকাতে বিশেষ কয়েকটি গ্রুপ বেশ তৎপর। এটিই দরবৃদ্ধির কারণ হতে পারে।
গত মঙ্গলবারের পর নতুন তালিকাভুক্ত ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্সের শেয়ারদর সর্বাধিক ২৪ শতাংশ বেড়েছে। তালিকাভুক্তির পর ১৫তম কার্যদিবসে ৪৯ টাকা ছাড়ানোর পর এর দরে লাগাম পড়েছে, সর্বশেষ কেনাবেচা হয়েছে ৪৬ টাকা ২০ পয়সায়। এর বাইরে প্রগতি লাইফের শেয়ারদর বেড়েছে সর্বাধিক সাড়ে ১২ শতাংশ। ১২ শতাংশ দর বেড়ে এর পরের অবস্থানে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স। ৯ শতাংশ দর বেড়ে চতুর্থ স্থানে রয়েছে পপুলার লাইফ। ৫ থেকে সাড়ে ৮ শতাংশ পর্যন্ত দর বেড়েছে প্রগতি, প্রগ্রেসিভ লাইফ, সেন্ট্রাল, রূপালী লাইফ, প্রাইম লাইফ এবং পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের।
গতকাল ডিএসইর ২৮৪ কোটি টাকার শেয়ার লেনদেনে বীমা খাতের শেয়ার কেনাবেচার পরিমাণ ছিল ৮২ কোটি ২৬ লাখ টাকা, যা মোটের প্রায় ২৯ শতাংশ। সর্বশেষ তিন কার্যদিবসে এ খাতে ১২৭ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়।
ইন্স্যুরেন্স পেশায় TRAINING এর বিকল্প নেই । আমরা যারা বীমা পেশায় কাজ করি আমাদের পর্যাপ্ত পরিমাণ টেনিং না থাকার কারণে বেশী ইন্স্যুরেন্স সেল করতে পারিনা। তাই Insurance Man আপনাদের জন্য নিয়ে এলো ফ্রি Online Training.
আমাদের ফ্রি Training গুলো দেখতে যুক্ত হতে পারেন YouTube Or Facebook এ
Web/Blog Site Link : https://insuranceman01.blogspot.com/
Fb Page : https://www.facebook.com/profile.php?id=100086409855197

No comments