ইন্স্যুরেন্স ক্যারিয়ারে খারাপ পরিস্থিতির মোকাবেলা করবেন কি ভাবে
How to Deal With Bad Situation in Insurance Carrier
How to Deal With Bad Situation in Insurance Carrier ইন্স্যুরেন্স ক্যারিয়ারে খারাপ পরিস্থিতির মোকাবেলা করবেন কি ভাবে
আপনাকে সেটা করতে হবে যেটা আপনি আজ পর্যন্ত করেননি। বন্ধুরা এতে কিছু যায় আসে না যে আপনি কতটা জোরে পড়ে গেছেন। গুরুত্বপূর্ণ হলো এটা দেখার যে আপনি কতটা দ্রুত উঠে দাঁড়াতে পারেন। কখনো না কখনো সবাই পড়ে যায়।
কিন্তু সফল সেই হয় যে নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে আবার উঠে দাঁড়ায় এবং নতুন করে চলা শুরু করে। এই পৃথিবীর একটা নিয়ম আছে এখানে সম্মান সেই পাবে যে দ্রুত দাঁড়াবে । তাই সব সময় ভালো কাজ করতে থাকুন।
কেউ আপনার প্রশংসা করুক বা না করুক কারণ অর্ধেকের বেশি পৃথিবী যখন ঘুমিয়ে থাকে তখন সূর্য উঠে পড়ে। সূর্য তার কাজ করা কখনোই ছাড়ে না আর এই কারনেই পৃথিবীর সূর্যকে সালাম করে।
আপনি যে ইন্স্যুরেন্স কর্মী হতে চান, এগিয়ে যেতে চান কিন্তু আপনি কি করছেন, কিভাবে কাটে আপনার প্রতিদিন , নিজেকে একটু এই প্রশ্ন গুলো করুন ?
ইন্স্যুরেন্স পেশায় TRAINING এর বিকল্প নেই । আমরা যারা বীমা পেশায় কাজ করি আমাদের পর্যাপ্ত পরিমাণ টেনিং না থাকার কারণে বেশী ইন্স্যুরেন্স সেল করতে পারিনা। তাই Insurance Man আপনাদের জন্য নিয়ে এলো ফ্রি Online Training.
Insurance Man আপনাদের জন্য নিয়ে এলো প্রোপার গাইড লাইন সহ "Learn to Thrive in Your Insurance Career ইন্স্যুরেন্স ক্যারিয়ারে নিজের দক্ষতায় বাঁচা শিখুন" আলোচনা তো চলুন শুরু করা যাক আজকের আয়োজন।
আমাদের আগের ভিডিও গুলো যদি মিছ করে থাকেন নিচের লিংক থেকে দেখে নিতে পারেন ।
ইন্স্যুরেন্সে সেল বাড়াতে পারছেন না
ইন্স্যুরেন্স কর্মী হবার জন্য যে অভ্যাস গুলো নিজের মধ্যে তৈরি করতে হবে
Underwriting Medical Requirements আন্ডাররাইটিং মেডিকেল প্রয়োজনীয়তা
সহযোগী বীমা কি এবং সহযোগী বীমার কিছু সংক্ষিপ্ত রূপ
শিশু সহায়ক বীমা পরিকল্প লাভযুক্ত
হজ্জ বীমা পরিকল্প – লাভযুক্ত পরিচিতি ও সুবিধাসমূহ
পাঁচ কিস্তি সঞ্চয়ী বীমা পরিকল্প
দ্বি বার্ষিক প্রদান বীমা পরিকল্প লাভসহ
মৃত্যুদাবি প্রত্যাখ্যাত হওয়ার ৯ কারণ
বীমা পলেসি ঋণ
আমাদের ফ্রি Training গুলো দেখতে যুক্ত হতে পারেন YouTube Or Facebook এ
Web/Blog Site Link : https://insuranceman01.blogspot.com/
Thank You
No comments