Header Ads

Header ADS

জীবন বীমা বর্তমান পরিস্থিতি নিয়ে বিআইএ’র আলোচনা সভা ১৩ ফেব্রুয়ারি

 

BIA Discussion Meeting on Current Situation in Life Insurance on February 13






জীবন বীমা কোম্পানিগুলোর বর্তমান অবস্থা এবং এ খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা সভা আয়োজন করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) ।

আগামী ১৩ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যা সাড়ে ৫টায় ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে এ আলোচনা সভা আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন বীমা মালিকদের এই সংগঠনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।

বিআইএ’র সেক্রেটারি জেনারেল নিশীথ কুমার সরকার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) লাইফ বীমা কোম্পানিগুলোর চেয়ারম্যান ও মুখ্য নির্বাহীদের পাঠানো হয়েছে।

চিঠিতে লাইফ বীমা কোম্পানিগুলোর চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তাদের এই আলোচনা সভায় উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।


বিশেষ কারণে কোম্পানির চেয়ারম্যান উপস্থিত থাকতে না পারলে কোম্পানির ভাইস-চেয়ারম্যান অথবা পরিচালনা পর্ষদের একজন সদস্যকে আবশ্যিকভাবে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

ইন্স্যুরেন্স পেশায় TRAINING এর বিকল্প নেই । আমরা যারা বীমা পেশায় কাজ করি আমাদের পর্যাপ্ত পরিমাণ টেনিং না থাকার কারণে বেশী ইন্স্যুরেন্স সেল করতে পারিনা। তাই Insurance Man আপনাদের জন্য নিয়ে এলো ফ্রি Online Training.

আমাদের ফ্রি Training গুলো দেখতে যুক্ত হতে পারেন YouTube Or Facebook এ

YouTube: https://www.youtube.com/@InsuranceMan/videos

Web/Blog Site Link : https://insuranceman01.blogspot.com/

Fb Page : https://www.facebook.com/profile.php?id=100086409855197 

No comments

Powered by Blogger.