Header Ads

Header ADS

৯'টি কোম্পানির পলিসি মিলবে ব্যাংকে বীমা আরও সহজ হবে IRDA

 

9 Companies' Policies Will be Available in Banks, IRDA Will Make Insurance Easier






Insurance: আপনি কি বীমা করেছেন? অথবা বীমার মাধ্যমেই সঞ্চয় করতে চাইছেন? তা হলে কয়েকদিন পরে ব্যাংক থেকে আরও একাধিক সংস্থার বীমা পলিসি কিনতে পারবেন। বর্তমানে ব্যাংকগুলি তিনটি বীমা সংস্থার পলিসি বিক্রি করতে পারে। কয়েক মাসের মধ্যে সেই সংখ্যা বাড়াতে চলেছে বীমা কোম্পানিগুলির নিয়ন্ত্রক Insurance Regulatory and Development Authority (IRDAI)।


Insurance: আমজনতার কাছে বীমা আরও সহজলভ্য হতে চলেছে। ব্যাংকেই মিলবে বড় বড় নয়টি বীমা কোম্পানির পলিসি। এবার এমনই নিয়ম আনতে চলেছে কেন্দ্র। শীঘ্রই বীমার একাধিক নিয়মে বদল আসতে চলেছে। বীমা কোম্পানিগুলির বিনিয়োগ, বিক্রি এবং কমিশন সংক্রান্ত একাধিক নিয়মে পরিবর্তন আনছে Insurance Regulatory and Development Authority (IRDA)। বীমার নিয়ন্ত্রক IRDA সূত্রে খবর, চলতি সপ্তাহের শুরুর দিকে কর্তৃপক্ষের বোর্ড মিটিংয়ে সম্প্রতি কিছু রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নতুন নিয়ম 2022-23 অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের শেষ দিকে চালু হতে পারে।

জানা গিয়েছে, ব্যাংকগুলিকে নয়টি বীমা কোম্পানির পলিসি বিক্রির অনুমতি দেওয়া হচ্ছে। 2016 সালের পর বীমা বিক্রির ক্ষেত্রে এটি বড় সংস্কার বলে মত আর্থিক বিশেষজ্ঞদের। 2016 সালের এপ্রিলে ব্যাংকের মতো কর্পোরেট এজেন্টদের তিনটি বীমা সংস্থার পলিসি বিক্রির অনুমতি দিয়েছিল বীমা নিয়ন্ত্রক। এবার উদারীকরণ নীতির মাধ্যমে সেই সংখ্যা আরও বৃদ্ধি করা হল।

আগামী কয়েক দিনের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে IRDA। এরপর চলতি বছরের সেপ্টেম্বরেই নতুন নিয়ম চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাজার থেকে টাকা তোলার ক্ষেত্রে বীমা সংস্থাগুলিকে অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক। এর ফলে ডেট মার্কেট থেকে IRDA-এর পূর্ব অনুমোদন ছাড়াই টাকা তুলতে পারবে বীমা কোম্পানিগুলি।

বিশেষজ্ঞদের মতে, বীমা নিয়ন্ত্রক IRDA শীঘ্রই বড়সড় সংস্কারের পথে পা বাড়াতে চলেছে। এর উদ্দেশ্য হল পুরনো নিয়মগুলিতে বদল আনা। এছাড়াও বীমা সংস্থাগুলির উপর থেকে নিয়ন্ত্রণের বোঝা হালকা করতে চাইছে IRDA। এতে বীমা সংস্থাগুলিকে আরও বেশি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হল।

এক বিশেষজ্ঞের মতে, বহু ক্ষেত্রে বীমা সংস্থাগুলি প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারে না। দেখা যায়, অতিরিক্ত নিয়ন্ত্রণ থাকায় লাল ফিতের ফাঁসে আটকে যায় অনেক প্রস্তাব। দীর্ঘদিন ধরেই বীমা সংস্থাগুলির উপর অতিরিক্ত নিয়ন্ত্রণের প্রভাব পড়ছিল তাদের ব্যবসার উপরেও। ফলে ব্যবসার গতি স্তিমিত হয়ে পড়ছিল। সেজন্য এই ধরনের বদল আবশ্যক ছিল। নিয়ন্ত্রক সংস্থা IRDA-এর বোর্ড মিটিংয়ে এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে বলে সূত্রের খবর। ওয়াকিবহাল মহলের মতে, বীমা সংস্থাগুলির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পেলে ব্যবসায়িক পরিবেশ আরও উপযুক্ত হবে। ফলে ব্যবসায়িক গতিশীলতা বৃদ্ধি পাবে। এর ফলে গ্রাহকরা উপকৃত হবেন।

ইন্স্যুরেন্স পেশায় TRAINING এর বিকল্প নেই । আমরা যারা বীমা পেশায় কাজ করি আমাদের পর্যাপ্ত পরিমাণ টেনিং না থাকার কারণে বেশী ইন্স্যুরেন্স সেল করতে পারিনা। তাই Insurance Man আপনাদের জন্য নিয়ে এলো ফ্রি Online Training.

আমাদের ফ্রি Training গুলো দেখতে যুক্ত হতে পারেন YouTube Or Facebook এ

YouTube: https://www.youtube.com/@InsuranceMan/videos

Web/Blog Site Link : https://insuranceman01.blogspot.com/

Fb Page : https://www.facebook.com/profile.php?id=100086409855197 


No comments

Powered by Blogger.