ইন্স্যুরেন্সে ক্যারিয়ারে লক্ষ্য নির্ধারণ কী কেন এবং কীভাবে
Why And How to Set Career Goals In Insurance
আপনি উদ্যোক্তা হতে চান আর কর্মকর্তা হতে চান, পাইলট হতে চান বা ডাক্তার হতে চান, শিক্ষক হতে চান বা প্রকৌশলী হতে চান, আপনার স্বপ্ন থেকেই আপনার জীবনের লক্ষ্য তৈরি হতে পারে। আপনাদের স্বপ্নগুলোর প্রতি সম্মান রেখেই আমার এই ভিডিওটি যাতে আপনি আপনার স্বপ্নকে, চিন্তাকে পরবর্তী ধাপে নিয়ে যেতে পারেন। ভিডিওটি মূলত ইন্স্যুরেন্স পেশাজীবীদের ক্যারিয়ার সফলতার জন্য লক্ষ্য নির্ধারণের ওপর লেখা কিন্তু আপনি জীবনের যে অবস্থানেই থাকেন না কেন, এই উদাহরণগুলো থেকে শিক্ষা নিয়ে আপনার লক্ষ্যকে সফল করতে পারেন।
লক্ষ্য নির্ধারণ কী, কেন, কীভাবে এই আলোচনার আগে চলুন আমরা আমাদের একটু মূল্যায়ন করে নেই এবং নিজেদের দৃষ্টিকে একটু পরিষ্কার করে নেই।
প্রথমে জেনে নেই আমার জন্য ক্যারিয়ার সফলতা কি?
ইন্স্যুরেন্স পেশায় TRAINING এর বিকল্প নেই । আমরা যারা বীমা পেশায় কাজ করি আমাদের পর্যাপ্ত পরিমাণ টেনিং না থাকার কারণে বেশী ইন্স্যুরেন্স সেল করতে পারিনা। তাই Insurance Man আপনাদের জন্য নিয়ে এলো ফ্রি Online Training.
Insurance Man আপনাদের জন্য নিয়ে এলো প্রোপার গাইড লাইন সহ "Why And How to Set Career Goals In Insurance ? ইন্স্যুরেন্সে ক্যারিয়ারে লক্ষ্য নির্ধারণ কী কেন এবং কীভাবে " আলোচনা তো চলুন শুরু করা যাক আজকের আয়োজন।
No comments