বিমাখাতকে টেকসই ভিত্তির ওপর দাঁড় করানোই প্রধান লক্ষ্য মোহাম্মাদ জয়নুল বারী
Mohammad Zainul Bari's Main Goal is to Put Bimakhat on a Sustainable Footing
বিমা খাতকে একটি টেকসই ভিত্তির ওপর দাঁড় করানোই প্রধান লক্ষ্য হিসেবে মনে করছেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মোহাম্মাদ জয়নুল বারী। তিনি বলেন, ‘আগামী তিন বছরের জন্য একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছি। কর্মপরিকল্পনা অনুযায়ী লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এগুলো বাস্তবায়ন করা গেলে বিমা খাতে প্রতিষ্ঠানিক সুশাসন বাড়বে।’ একান্ত সাক্ষাৎকারে আগামীতে বিমা খাতকে সমৃদ্ধ করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়ার কথা জানান।
আইডিআরএ-এর নতুন চেয়ারম্যান হিসেবে আপনার প্রথম লক্ষ্য কী থাকবে?
বিমা দেশের আর্থিক কাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। বিমা খাতের বৈশ্বিক মোট প্রিমিয়াম আয়ের পরিমাণ ৭ ট্রিলিয়ন ডলার যা বৈশ্বিক জিডিপির ৭ শতাংশের কাছাকাছি। বৈশ্বিক প্রেক্ষাপটে বিমা একটি বড় শিল্প। বিমার বৈশ্বিক অগ্রগতি বাংলাদেশে প্রতিফলিত না হলেও এ খাতকে ঢেলে সাজানোর প্রাথমিক পদক্ষেপ হিসেবে ২০১১ সালে সরকার বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করে। বিগত ১২ বছর ধরে বিমা খাতে বিভিন্ন সংস্কার পদক্ষেপ নেয়া হয়েছে। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে আমি চেয়ারম্যান হিসেবে যোগদানের পর বিমাকে একটি উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এবং প্রবৃদ্ধিশীল খাত হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ হাতে নিয়েছি। আগামী তিন বছরের জন্য একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছি। কর্মপরিকল্পনা অনুযায়ী লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এগুলো বাস্তবায়ন করা গেলে বিমা খাতে প্রাতিষ্ঠানিক সুশাসন বাড়বে। এ ছাড়া বিমাশিল্প গ্রাহকবান্ধব হবে, যা পরোক্ষভাবে বিমার প্রতি সবার আগ্রহ বাড়বে। কর্মপরিকল্পনার বাইরে আমরা নতুন নতুন আইন প্রণয়ন করছি, বিমা নীতি সংশোধনের উদ্যোগ গ্রহণ করেছি এবং বিমা আইনে পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করা হচ্ছে। সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখে বিমা আইনে সংস্কার আসবে। এ ছাড়া বিমাশিল্পের উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করছি। সার্বিকভাবে বিমা খাতকে একটি টেকসই ভিত্তির ওপর দাঁড় করানোই আমার লক্ষ্য।
বিমার প্রতি মানুষের এক রকম নেতিবাচক ধারণা আছে? এ বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন।
সঞ্চয়প্রবণ ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে যে দেশের মানুষ বেশি সচেতন তারা বিমা ক্রয়ে বেশ আগ্রহী হন। তা ছাড়া বিমাশিক্ষাও এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশে বিমা সম্পর্কে অনেকের ধারণা স্পষ্ট নেই। বিমাকে সঞ্চয়ের মাধ্যম হিসেবে অনেকে বিবেচনা করেন এবং এ রকম চিন্তা থেকে বিমা পণ্য ক্রয় করেন। যার ফলে প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে যখন পার্থক্য তৈরি হয় তখন এ বিষয়ে নেতিবাচক ধারণা তৈরি হয়। এ ছাড়া বিমা দাবি পরিশোধে দীর্ঘসূত্রতা, গ্রাহকসেবার মান কাঙ্ক্ষিত পর্যায়ে না হওয়া এবং বিমাকারীদের পেশাদারত্বের ঘাটতিসহ নানা রকমের অসংগতির কারণে বিমা নিয়ে জনগণের মধ্যে এক রকমের নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে। ফলে অনেকে বিমা করতে আগ্রহী হন না। সবদিক থেকে বিবেচনা করলে এসব কারণে গ্রাহকরা বিমা করতে আগ্রহী হন না। তবে আইডিআরএ বিভিন্ন রকমের উদ্যোগ নিয়েছে এসব প্রতিবন্ধকতা দূর করার জন্য। চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর আমি বিমা খাতের সমস্যাগুলো নিয়ে কাজ করছি।
সব শ্রেণির মানুষের জন্যই কী বিমার প্রয়োজনীয়তা রয়েছে?
সব শ্রেণি-পেশার মানুষই কোনো না কোনো ঝুঁকির মধ্যে রয়েছে। তা ছাড়া আমরা সবাই কোনো না কোনো স্বাস্থ্যঝুঁকির মধ্য রয়েছি। সুতরাং সব শ্রেণির মানুষের জন্যই বিমার প্রয়োজন আছে। তবে বয়সভেদে একেক জনের জন্য একেক রকম বিমা করতে হবে। সবার জন্য একই রকম বিমা নয়। তবে ছোট-বড় অর্থাৎ দেশের সব মানুষের জন্য বিমার প্রয়োজন রয়েছে।
আইডিআরএ-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর বিমা উন্নয়নে কোন দিকে জোরদার করবেন?
বিমাকারী ও বিমাগ্রহীতা উভয়ের জন্য বিমাশিল্পকে একটি স্থিতিশীল শিল্প হিসেবে গড়ে তোলাই বর্তমানে আমাদের মূল লক্ষ্য। ফলে প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করার ওপর সর্বাধিক গুরুত্ব দেয়া হবে। কারণ সুশাসন সবার অধিকার নিশ্চিত করে। তা ছাড়া নতুন নতুন বিমা পণ্য উদ্ভাবনে বিমাকারীদের উৎসাহ প্রদান, ব্যাংক ইন্স্যুরেন্সসহ নতুন বিপণন পদ্ধতি চালু ও গ্রাহক স্বার্থ সুরক্ষার জন্য আমাদের প্রচেষ্টা জোরদার করেছি। আশা করছি, লক্ষ্যমাত্রা অনুযায়ী বিমা খাতের উন্নতি করতে সক্ষম হব।
এবারের বিমা দিবসে কোন বিষয়গুলো প্রাধান্য পাবে?
‘আমার জীবন আমার সম্পদ, বিমা করলে থাকবে নিরাপদ’- এই প্রতিপাদ্য সামনে রেখে বিমার সর্বজনীন তাৎপর্য সবার মধ্যে ছড়িয়ে দেয়াই এবারের বিমা দিবসের অন্যতম উদ্দেশ্য। গ্রাহকদের প্রতি বিমাকারীদের সেবার মান উন্নয়নকে উৎসাহিত করা হয়েছে। এ ছাড়া এসব লক্ষ্য ও বিমাগ্রাহকদের উন্নত ও মানসম্মত সেবা প্রদান করার লক্ষ্যে ইতিমধ্যে যেসব কোম্পানি সঠিক সময়ে বিমা দাবি পরিশোধ করেছে তাদের পুরস্কার প্রদান করা হবে, যা অন্যান্য বিমা কোম্পানিকে বিমা দাবি পরিশোধে উৎসাহিত করবে।
বিমা খাতে স্বচ্ছতা আছে বলে আপনি মনে করেন?
বিমা খাতে স্বচ্ছতা নিশ্চিতকরণের মাধ্যমে গ্রাহক স্বার্থ সংরক্ষণের জন্য বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কাজ করছে। বিমা খাতের কিছু কিছু প্রতিষ্ঠানে সুশাসনের অভাব রয়েছে যারা সর্বদা কর্তৃপক্ষের নজরদারির আওতায় রয়েছে। ১৩টি দুর্বল বিমা প্রতিষ্ঠানকে তদন্ত করছে আইডিআরএ। এসব বিমা কোম্পানি কাঠামোর দিক থেকে দুর্বল অবস্থানে আছে। আইডিআরএ গ্রাহকদের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়ে স্বচ্ছতা নিশ্চিত করার কাজ করে যাচ্ছে।
আমাদের ফ্রি Training গুলো দেখতে যুক্ত হতে পারেন YouTube Or Facebook এ
Web/Blog Site Link : https://insuranceman01.blogspot.com/
Fb Page : https://www.facebook.com/profile.php?id=100086409855197
YouTube: https://www.youtube.com/channel/UCI6gZhyuSM2PK5rdbahofuA
Thank You

No comments