কেন বীমা পলিসি কিনবেন জেনে নিন বিশেষজ্ঞদের মত
Learn Why To Buy An Insurance Policy From The Experts
Insurance Policy: স্বল্প অর্থের বিনিময়ে বর্তমানে বীমার সুবিধা পাওয়া যায়। কিন্তু তা সত্ত্বেও, একাধিক মানুষ বীমার প্রতি উদাসীন। কিন্তু, আপনার জীবনে একাধিক সমস্যার ক্ষেত্রে সুবিধা প্রদান করতে সক্ষম একটি বীমা প্রকল্প।
Insurance Policy: বর্তমানে প্রতিটি মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে বীমা। হঠাৎ দুর্ঘটনা অথবা আকস্মিক মৃত্যুর মতো ঘটনায় পরিবারের সদস্যরা যাতে আর্থিক ভাবে সহায়তা পান, সেজন্যই বীমা করান বিনিয়োগকারীদের একাংশ। শুধুমাত্র জীবন বীমাই নয়, স্বাস্থ্য, গাড়ি, বৈদ্যুতিন পণ্য থেকে শুরু করে পর্যটনেরও বীমা করান বহু মানুষ।
এই বিষয়ে এক বিশেষজ্ঞ জানিয়েছেন, বীমাকে আমজনতার নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাতার সঙ্গে তুলনায় করা যায়। এটি গ্রাহকের জীবনে তাপ ও বৃষ্টির মতো বিভিন্ন চড়াই উৎরাইয়ে পাশে থাকে। বীমা একজন মানুষকে জীবনের অনিশ্চয়তার বিরুদ্ধে সুরক্ষা প্রদান করতে সক্ষম। এই ক্ষেত্রে অক্ষমতার কারণে আয় হ্রাস, চিকিৎসা সংকটের মতো একাধিক উদাহরণ বর্তমানে রয়েছে। বীমা ব্যবসার ক্ষেত্রেও আর্থিক ঝুঁকি কমাতে সাহায্য করে। এটি এমন একটি আর্থিক পণ্য যা ব্যক্তি এবং ব্যবসাকে অপ্রত্যাশিত বিপদের সময় আর্থিক ক্ষতি থেকে সুরক্ষা প্রদান করে। কেন বীমা ক্রয় করবেন? তা নিম্নে উল্লেখ করা হল।
আর্থিক ক্ষতির বিরুদ্ধে সুরক্ষা
বীমা কেনার বিষয়টি গুরুত্বপূর্ণ কারণ। এটি গ্রাহককে আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করে। ফলে বিপদের মুহূর্তে গ্রাহককে তাদের সমস্ত কর্ষ্টার্জিত সঞ্চয় ব্যয় করতে হয় না। বীমার পলিসিগুলি দুর্ঘটনা, অসুস্থতা বা সম্পত্তির ক্ষতির মতো অপ্রত্যাশিত ঘটনা ঘটলে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে।
মানসিক চাপ থেকে মুক্তি
বীমা আর্থিক সুরক্ষা প্রদানের পাশাপাশি মানসিক শান্তি প্রদান করতেও সক্ষম। আপনার বীমা কভারেজ করা রয়েছে, এই বিষয়টি উদ্বেগ ও চাপ কমাতে সাহায্য করে। বিশেষ করে এমন পরিস্থিতিতে যেখানে উচ্চ মাত্রার ঝুঁকি রয়েছে, বীমা অনেকটাই স্বস্তি প্রদান করে থাকে। উদাহরণস্বরূপ, যদি আপনার কোনও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকায় বাড়ি থাকে, তাহলে বাড়ির মালিক হিসাবে বীমা করা থাকলে স্বস্তিতে থাকবেন যে আপনি ও আপনার পরিবার বিপর্যয়ের ঘটনায় সুরক্ষিত।
আইনি প্রয়োজনীয়তার সঙ্গে সম্মতি
অনেক ক্ষেত্রে, বীমা কেনা ঐচ্ছিক নয় বরং এটি একটি আইনি প্রয়োজন, অর্থাৎ একটি তৃতীয় পক্ষের জন্য বীমা করতে হয়। এই ক্ষেত্রে ব্যবসার জন্য বাধ্যতামূলক বীমা কভারের প্রয়োজন হতে পারে। যেমন পাবলিক লায়াবিলিটি ইন্সুরেন্স, শ্রমিকের ক্ষতিপূরণ বীমা ইত্যাদি। আইনি প্রয়োজনীয়তাগুলি মেনে চলার ক্ষেত্রে ব্যর্থতা লক্ষ্যণীয় হলে আইনি ব্যবস্থা বা অন্যান্য জরিমানাও হতে পারে।
সম্পদের সুরক্ষা
অনেক ব্যক্তি নিজের শখের জিনিস যেমন- গাড়ি, বাড়ি ইত্যাদিতে বড় অঙ্কের বিনিয়োগ করে থাকেন। সেই ক্ষেত্রে যে কোনও সময় অপ্রত্যাশিত দুর্ঘটনার কারণে আপনার পছন্দের বস্তুটি ক্ষতিগ্রস্ত হওয়া কিংবা হারিয়ে যাওয়ার ঝুঁকি থাকে। বীমা এই সম্পদগুলির জন্য সুরক্ষা প্রদান করতে পারে। এছাড়াও সম্পদ ক্ষতিগ্রস্ত হলে বীমা সংস্থা সেটি মেরামত বা প্রতিস্থাপন করার বিষয়টিও নিশ্চিত করে।
আমাদের ফ্রি Training গুলো দেখতে যুক্ত হতে পারেন YouTube Or Facebook এ
Web/Blog Site Link : https://insuranceman01.blogspot.com/
Thank You

No comments