Header Ads

Header ADS

বীমা খাতের সমস্যার সমাধানে কঠোর অবস্থান নেয়া হয়েছে জয়নুল বারী

 

Zainul Bari Has Taken a Strict Stand to Solve The Problems of The Insurance Sector






বিমা কোম্পানির গ্রাহকদের টাকা সরিয়ে নেয়া বা সম্পদ আত্মসাৎ করার সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী 


জয়নুল বারী বলেন, বিমা খাতের বিশাল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রয়েছে সমস্যাও। মূলত দীর্ঘদিন কমপ্লায়েন্স না থাকায় অনেক বিমা কোম্পানির মধ্যে অনিয়ম ও দুর্নীতি বাসা বেঁধেছে। ঘটছে গ্রাহক ও কোম্পানির টাকা অপচয়, অপব্যবহার ও আত্মসাতের ঘটনা। তাই এ সমস্যার সমাধানে কঠোর অবস্থান নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, গ্রাহকের বিমাদাবি পরিশোধের বিষয়ে অভিযুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদের সঙ্গে আলোচনা হয়েছে। প্রয়োজনে কোম্পানির সম্পদ বিক্রি করে হলেও গ্রাহকের প্রাপ্য টাকা পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়া নির্দেশনা না মানলে কোম্পানির বোর্ড ভেঙে দেয়ারও হুঁশিয়ারি দেন জয়নুল বারী।

বুধবার (১৫ মার্চ) রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) কার্যালয়ে আয়োজিত ‘সিএমজেএফ টক’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এদিকে দেশের কয়েকটি জীবন বিমা কোম্পানির অবস্থা নাজুক উল্লেখ করে তিনি বলেন, এগুলো বন্ধ করে দেয়া উচিত। তবে গ্রাহকের টাকা পরিশোধ না করে বন্ধ করে দেয়া হলে এসব প্রতিষ্ঠান আরও ক্ষতিগ্রস্ত হবে। তাই বন্ধ না করে কঠোর মনিটরিং ও অন্যান্য সহযোগিতা দিয়ে কোম্পানিগুলোকে সংকট থেকে বের করে আনার চেষ্টা চলছে।

বিমা আইন সংশোধন করা জরুরি উল্লেখ করে আইডিআরএ চেয়ারম্যান বলেন, বিমা আইন সংশোধনের মাধ্যমে সময়োপযোগী করার উদ্যোগ নেয়া হয়েছে। এ আইন বাস্তবায়ন করতে গিয়ে আইনের নানা অসংগতি ও অস্পষ্টতা ফুটে উঠেছে। এরই মধ্যে আইন সংশোধনের খসড়া তৈরির কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বিমা খাতের বিস্তৃতির দিক থেকে ভারতসহ অনেক দেশের তুলনায় বাংলাদেশ পিঁছিয়ে রয়েছে। তাই বিস্তৃতি বাড়াতে হলে এ খাতে নতুন সেবা যুক্ত করতে হবে। পাশাপাশি বাড়াতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা।

এদিকে বিমা খাতের উন্নয়নে ডিজিটাইজেশন অনেক জরুরি উল্লেখ করে জয়নুল বারী বলেন, ডিজিটালাইজ করা হলে গ্রাহক প্রিমিয়াম জমা, পলিসির অবস্থা নিজেই যাচাই করতে পারবেন। এতে গ্রাহকের আস্থা বাড়ার পাশাপাশি অনিয়ম ও দুর্নীতির সুযোগ কমে আসবে। এ ছাড়া নতুন প্রজন্মের কছে বিমার আগ্রহ বাড়াতে বিমার পণ্য অনলাইনে বিক্রির ব্যবস্থা করার কথা জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএমজেএফের সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আবু আলী প্রমুখ।

মাদের ফ্রি Training গুলো দেখতে যুক্ত হতে পারেন YouTube Or Facebook এ


Web/Blog Site Link : https://insuranceman01.blogspot.com/
Fb Page : https://www.facebook.com/profile.php?id=100086409855197
YouTube: https://www.youtube.com/channel/UCI6gZhyuSM2PK5rdbahofuA


Thank You

No comments

Powered by Blogger.