Header Ads

Header ADS

ঊর্ধ্বমুখী ২৫টি বীমা খাতের শেয়ারদর

 

Share Prices of 25 Insurance Sectors Are on The Rise



টানা তৃতীয় দিনে বাড়ল ফ্লোর প্রাইসের ওপরে থাকা বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ডিএসইতে ৬১ শেয়ারের দর বেড়েছে। কমেছে ২৩টির। তবে ২৩৪ শেয়ারের দর অপরিবর্তিত ছিল।

দর অপরিবর্তিত থাকা শেয়ারগুলো সূচকে কোনো প্রভাব রাখে না। তবে বাকি শেয়ারের মধ্যে বেশিরভাগ ঊর্ধ্বমুখী থাকায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স টানা তৃতীয় দিনে বেড়ে ৬২৪৫ পয়েন্টে উঠেছে। আগের দুই দিন মিলে ৩৮ পয়েন্ট বৃদ্ধির পর গতকাল আরও ৯ পয়েন্ট বেড়েছে এ সূচক। অবশ্য গত সোমবার সূচকটি হারিয়েছিল ৩৪ পয়েন্ট।

গতকালের লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, সব খাত মিলে ৬১ শেয়ারের দর বাড়লেও এর মধ্যে বীমা খাতেরই ছিল ২৫টি। এ খাতের তালিকাভুক্ত শেয়ার ৫৪টি, যার ২৯টি ফ্লোর প্রাইসে পড়ে আছে। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচটি শেয়ারের দর বেড়েছে কাগজ ও ছাপাখানা খাতের। এ খাতের মোট তালিকাভুক্ত শেয়ার ছয়টি, যার একটি ফ্লোর প্রাইসে আছে। কিছুদিন ধরে খাত হিসেবে বীমা, তথ্য-প্রযুক্তি, কাগজ ও ছাপাখানা খাতের শেয়ারের দর ওঠানামার মধ্যে আছে।

গতকাল ডিএসইতে ৪৮৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। একক কোম্পানি হিসেবে সর্বোচ্চ ৩৬ কোটি টাকার লেনদেন নিয়ে শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। এর মধ্যে ব্লক মার্কেটেই ২৬ কোটি টাকার কেনাবেচা হয়। সাড়ে ২৪ কোটি টাকার লেনদেন নিয়ে পরের অবস্থানে ছিল বসুন্ধরা পেপার মিলস। এ ছাড়া ওরিয়ন ফার্মার ২২ কোটি টাকার, জেনেক্স ইনফোসিসের ২০ কোটি এবং ই-জেনারেশনের সাড়ে ১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পর্যালোচনায় আরও দেখা গেছে, খাতওয়ারি লেনদেনের শীর্ষে ছিল ওষুধ ও রসায়ন খাত। এ খাতের ২৬ কোম্পানির ১২৭ কোটি ৫৯ লাখ টাকার লেনদেন হয়েছে, যা মোটের ২৬ শতাংশের বেশি। ৮৩ কোটি টাকার লেনদেন নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল তথ্য-প্রযুক্তি এবং তৃতীয় অবস্থানে থাকা বীমা খাতের ৫৩ শেয়ারের ৫৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

একক কোম্পানি হিসেবে ৪২ টাকা ৪০ পয়সা বা প্রায় ৯ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষে ছিল ওরিয়ন ইনফিউশন। দেড় মাস আগে গত ১৬ অক্টোবর শেয়ারটি হাজার টাকায় ওঠার পর এর অস্বাভাবিক দরবৃদ্ধির ধারা থেমে যায়।

মাত্র চার মাসেই ওরিয়ন ফার্মার দর ৮০ টাকা থেকে এ পর্যায়ে উন্নীত হয়। এক মাস ধরে ক্রমাগত শেয়ারটি দর হারাচ্ছে। গতকালই ওরিয়ন ইনফিউশন শেষ পর্যন্ত ৫২৭ টাকায় কেনাবেচা হয়েছে।

আমাদের ফ্রি Training গুলো দেখতে যুক্ত হতে পারেন YouTube Or Facebook এ

No comments

Powered by Blogger.