Header Ads

Header ADS

আবারও দাপট দেখাতে শুরু করেছে বীমা খাতের শেয়ার বাজার

 

The Share Market of The Insurance Sector Has Started Showing Trength Again





আবারও দাপট দেখাতে শুরু করেছে বীমা খাতের শেয়ার। গত বুধবার ঢাকার শেয়ারবাজার ডিএসইতে লেনদেন হওয়া ৩৬০ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১০৫টির দর বেড়েছে। এর মধ্যে বীমা খাতের দরবৃদ্ধি পাওয়া শেয়ারই ছিল ৪৯টি। ডিএসইতে এ খাতের তালিকাভুক্ত কোম্পানি ৫৭টি, যার একটি ছাড়া বাকি সবগুলোর লেনদেন হয়। শুধু দরবৃদ্ধি নয়, গত ২০ নভেম্বরের পর খাতটি লেনদেনের শীর্ষে উঠে এসেছে

দিনের লেনদেন শেষে প্রাপ্ত তথ্যানুযায়ী, গতকাল দরবৃদ্ধির তালিকার শীর্ষ ২০ কোম্পানির মধ্যে ১৪টিই ছিল বীমা খাতের। এর মধ্যে ৯ থেকে ১০ শতাংশ দর বেড়ে শীর্ষে ছিল চার্টার্ড লাইফ, মেঘনা, ইসলামী কমার্শিয়াল, ইসলামিক এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। দরবৃদ্ধির শীর্ষ ২০ তালিকায় থাকা অন্য খাতের ছয় শেয়ার হলো– আল-হাজ্ব টেক্সটাইল, ফার কেমিক্যাল, জুট স্পিনার্স, পেপার প্রসেসিং, ওইম্যাক্স ইলেকট্রোড এবং সি পার্ল হোটেল।

অধিকাংশ বীমা কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় এ খাতের গড় শেয়ারদর বেড়েছে ২ দশমিক ৮৪ শতাংশ। তা ছাড়া দরবৃদ্ধির কারণে এ খাতের সিংহভাগ শেয়ারই ফ্লোর প্রাইস ছেড়ে বের হয়ে এসেছে। গতকাল দিনের লেনদেন শেষে মাত্র এ খাতের ৫৭ শেয়ারের মধ্যে মাত্র পাঁচটি ফ্লোর প্রাইসে পড়ে থাকতে দেখা গেছে।

কয়েক দিন ধরে ওঠানামার মধ্যে থাকা বাংলাদেশ ন্যাশনাল, ফারইস্ট লাইফ, গ্রিন ডেল্টা, পদ্মা লাইফ এবং ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার ফের ফ্লোর প্রাইস ছেড়েছে। ডিএসইতে গতকাল মোট আট শেয়ার ফ্লোর প্রাইস ছাড়ে। ফ্লোর প্রাইস থেকে উঠে আসা বাকি তিন শেয়ার হলো– ফার কেমিক্যাল, ঢাকা ডাইং ও প্যারামাউন্ট টেক্সটাইল।

পর্যালোচনায় দেখা গেছে, শুধু দরবৃদ্ধি নয়, গতকাল খাতওয়ারি লেনদেনের শীর্ষেও ছিল বীমা খাত। লেনদেন হওয়া ৫৬ বীমা কোম্পানির কেনাবেচা হওয়া সব শেয়ারের মোট মূল্য ছিল ১৯৫ কোটি ২১ লাখ টাকা, যা মঙ্গলবারের তুলনায় ৭৬ কোটি টাকা বেশি। তা ছাড়া বীমা খাতের এ লেনদেন ডিএসইর মোট লেনদেনের ২৭ দশমিক ৪০ শতাংশ। এ বাজারে গতকাল প্রায় ৭১২ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়। দ্বিতীয় সর্বোচ্চ সাড়ে ৬৮ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয় তথ্য-প্রযুক্তি খাতের ১১ শেয়ারের। বীমা খাতের শেয়ারদর বৃদ্ধির নেপথ্যে কিছু শেয়ারবাজার কারসাজি চক্রের হাত রয়েছে বলে অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কিছুটা ছাড় দিয়ে মার্জিন ঋণ নীতিমালায় যে সংশোধন আনা এবং মোটরযানের ক্ষেত্রে ‘থার্ড পার্টি ইন্স্যুরেন্স’ প্রথা পুনরায় ফিরিয়ে আনার উদ্যোগকে পুঁজি করে দর বাড়াচ্ছে বলে বাজার সূত্রগুলো জানিয়েছে।

সার্বিক হিসাবে গতকাল ডিএসইতে ৬৬ শেয়ার দর হারিয়েছে, অপরিবর্তিত ছিল ১৮৯টির দর। ক্রেতার অভাবে একেবারেই কেনাবেচা হয়নি ৩২ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের। সার্বিক লেনদেন ৩২ কোটি টাকা কমলেও ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে ৬২৮১ পয়েন্টে উঠেছে 


আমাদের আগের ভিডিও গুলো যদি মিছ করে থাকেন নিচের লিংক থেকে দেখে নিতে পারেন ।

ইন্স্যুরেন্সে সেল বাড়াতে পারছেন না
https://youtu.be/F3ML_Gg7TfE
ইন্স্যুরেন্স ক্যারিয়ারে নিজের মূল্য ভুলে যাবেন না
ইন্স্যুরেন্স কর্মী হবার জন্য যে অভ্যাস গুলো নিজের মধ্যে তৈরি করতে হবে
ইন্স্যুরেন্স ক্যারিয়ারে নিজের মূল্য ভুলে যাবেন না
ইন্স্যুরেন্সে নিজেকে ব্রান্ডিং করুন
ইন্স্যুরেন্সে নিজেকে আকর্ষণীয় করার উপায়
ইন্স্যুরেন্সে নো রিস্ক নো গেইন ঝুঁকি নিতে পারলেই জীবনে সাফল্য আসবে
আপনার বীমা ব্যবসার জন্য ক্লায়েন্ট পেতে সেরা ৫টি উপায়
ইন্স্যুরেন্স বিক্রয় বৃদ্ধির কৌশল

আমাদের ফ্রি Training গুলো দেখতে যুক্ত হতে পারেন YouTube Or Facebook এ


Thank You


No comments

Powered by Blogger.