বীমা কর্মী হওয়ার আগে করণীয়
Things To Do Before Becoming an Insurance Worker
বীমাতে কাজ করার আগে আমাকে অবশ্যই তিনটা বিষয় শিখে কাজে নামতে হবে।
শুধু বীমা নয়,
যেকোনো কাজের জন্যই আপনাকে আগে Mind Set করে
নিতে হবে।আর বীমাতে আরও বেশি সেট করে নিতে হবে।
হাজারো না এর মধ্যে আপনাকে কাজ করতে হবে।
আর এই না এর উত্তর আপনার কাছে থাকতে হবে।
আপনি কতটুকু সফল হবেন এটা নির্ভর করবে আপনি কতটুকু নিজেকে তৈরি করেছেন তার
উপর।
পুরো বিশ্ব চলে মার্কেটিং এর উপর। তাই প্রতিটা সেক্টরেই মার্কেটিং টিমটা খুব
দক্ষ থাকে।
যার মার্কেটিং টিম যত বেশি মজবুত, সেই কোম্পানি তত বেশি সফল।
সুতরাং আপনাকে মার্কেটিং শিখতে হবে।
-
জীবন বীমা কি?
-
কেন জীবন বীমা করবো?
-
লাইফে সিকিউরিটি কেন দরকার?
-
প্রিমিয়াম কি?
-
কিভাবে ক্যালকুলেশন করা হয়?
-
পলিসি কি?
-
কোন পলিসি আমার জন্য ভালো?
এই ব্যাসিক প্রশ্ন গুলো আমাদের জানতে হবে।
টাকা ইনকাম করার ইচ্ছে। যার এই ইচ্ছেটা নেই তার বীমাতে কাজ করার দরকার নাই।
একজন FA ঠিক মত
কাজ করলে মাসে ১,০০,০০০ টাকা ইনকাম করা
তার জন্য কোনো ব্যপার না। ধরুন আমি SSC পাস একজন ছেলেকে এক
কোম্পানিতে জবের জন্য রিকমেন্ডেশন করলাম।
কোম্পানি তাকে কতটাকা দিবে?
বড়জোড় ১০ হাজার টাকা।
আর একজন দক্ষ FA
হতে পারলে ১০,০০০ টাকা তার কাছে পানি পান্তা।
তাহলে,
এই তিনটা বিষয় যদি পজিটিভ হয়, তাহলে একদিনও সময় নষ্ট না করে বীমাতে যোগদান করুন।
আর একটা বিষয়,
ক্রমবর্ধমান ইন্ডাস্ট্রি যদি থাকে সেটা হলো বীমা। আর ব্যাংক এবং বীমাকে যদি
গুরুত্ব না দেওয়া হয় তাহলে দেশে অলস মানিটা বেশি হবে। আর অলস মানিতে আশাকরি সুফলের
চেয়ে কুফলই বেশি।
মানে হাজার হাজার লোক বেকার হবে
বড় বড় শিল্প প্রতিষ্ঠান যে তৈরি হয়, কার টাকা দিয়ে তৈরি হয়?
এক কথায় উত্তর ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান।
আর তাদের সিকিউরিটি কে দেয় ?
তাহলে গুরুত্ব কাকে বেশি দেওয়া দরকার ?
ইন্ড্রাস্ট্রিতে সমস্যা থাকলে সেটা সমাধান করতে হবে। আর এটাই বুদ্ধিমানের কাজ।
আর বীমা হচ্ছে এমন একটা সেক্টর যেখানে পারিবারিক সেক্টর থেকে শুরু করে দেশের
চালিকা শক্তি পর্যন্ত কাজ করে।
সুতরাং এটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া প্রতিটা ব্যক্তির একান্ত দায়িত্ব।
যদি Re investment Cycle না পরে থাকেন তাহলে পড়ে নিবেন। আমরা কোনো কমেন্ট করার আগে অবশ্যই সেটা নিয়ে স্টাডি করে দেন কমেন্ট করবো।
Boss
Thank You

No comments