শেয়ার বাজারে বিমা খাতের দাপটে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে
In The Stock Market, The Insurance Sector is The Most Traded
নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উঠানামার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন চলতি বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। তবে আইটি, জীবন বিমা, সিমেন্ট এবং প্রকৌশল খাতের শেয়ারের দাম বাড়ায় লেনদেনের পাশাপাশি সূচকও বেড়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১০ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বেড়েছে ৩২ পয়েন্ট।
ডিএসইর তথ্য মতে, রোববার ডিএসইতে ৩৫০ প্রতিষ্ঠানের মোট ২২ কোটি ৭২ লাখ ৮০ হাজার ১৬৫ শেয়ার ও ইউনিট ক্রয়-বিক্রয় হয়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ২৫৪ কোটি ৪০ লাখ ৯৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৯৯৭ কোটি ৮৩ লাখ ৩২ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে।
শুধু আগের দিনের চেয়ে লেনদেন বাড়েনি। বরং ২০২২ সালের ৮ নভেম্বরে পর আজ ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়েছে। আজ পুঁজিবাজারে সূচকের মিশ্রতা থাকলেও লেনদেনী ছিল বিমা খাতের দাপটে। আজ জীবন বিমা কোম্পানিগুলোর শেয়ারে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৬৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে ২ হাজার ১৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইতে ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির বা ২২.২ শতাংশ, কমেছে ১০০টির বা ২৮.৫ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ১৭৩টির বা ৪৯.৩ শতাংশ।
অপরদিকে, সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৮৮ পয়েন্টে। এদিন সিএসইতে ২১ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৯ কোটি ৪৪ লাখ টাকা বেশি। গত কার্যদিবসে সিএসইতে ১২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। সিএসইতে লেনদেনে অংশ নেয়া হওয়া ২২০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬১টির দর বেড়েছে, কমেছে ৬৭টির এবং ৯২টির দর অপরিবর্তিত রয়েছে।
আমাদের ফ্রি Training গুলো দেখতে যুক্ত হতে পারেন YouTube Or Facebook এ
Web/Blog Site Link : https://insuranceman01.blogspot.com/
Fb Page : https://www.facebook.com/profile.php?id=100086409855197
YouTube: https://www.youtube.com/channel/UCI6gZhyuSM2PK5rdbahofuA
Thank You

No comments