Header Ads

Header ADS

সুদান ফেরত ৮৯৭ জন প্রবাসী কর্মীর মধ্যে বীমার টাকা দিচ্ছে

 

Sudan pays Insurance Out of 897 Repatriated Expatriate Workers 





Insurance Man Blog

বুধবার (৭ জুন) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের বিজয় ৭১ হলে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই চেক দেওয়া হয়। আগামী দুই দিনের মধ্যে বাকি ৭৫ জনের ঠিকানায় সহযোগিতার অর্থ পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

তিনি বলেন, ‘আমরা যে সহযোগিতা দিচ্ছি এটা খুবই সামান্য। তবে এটা যে আমরা দিতে পারছি এ জন্য আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি। এ সেবার মাধ্যমে আমাদের প্রবাসী কর্মীদের মান উন্নয়নে সহযোগিতা করছি। সামনে আরও অনেক সেবায় আমরা তাদেরকে অন্তর্ভুক্ত করবো। এ যাত্রায় সুদান ফেরত ৮৯৭ জন প্রবাসী কর্মীর মধ্যে যারা চলতি বছরের পহেলা জানুয়ারির পর সুদান গিয়েছেন এমন ৯৫ জনকে আমরা বীমা সহায়তায় নিয়ে এসেছি। আমরা ছোট পরিসরে শুরু করলেও এর ব্যাপ্তি অনেক বড়। আমাদের এ প্রচেষ্টা শুধু এখানেই থেমে থাকবে না, এটি আরও দূর-দূরান্তে ছড়িয়ে দিব।’

তিনি আরও বলেন, দেশের বাইরে থাকা সকল প্রবাসীদের বীমার আওতায় আনার আলোচনা চলছে। কিন্তু মেকানিজমের ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা রয়েছে। আমরা আলোচনার মাধ্যমে চেষ্টা করছি প্রবাসে থাকা ব্যক্তিদের বীমা যেন এখান থেকে করা যায়। তাহলে তারা অনেক বেশি উপকৃত হবে।

বক্তারা বলেন, সুদান ফেরত ৮৯৭ জনের মধ্যে ৬৬৩ জনের সকল ধরনের তথ্য আমরা পেয়েছি। এই ৬৬৩ জনের মধ্যে আপাতত ৯৫ জনকে সহযোগিতা করা হচ্ছে। তবে আমরা সুদান ফেরত সকল প্রবাসীকেই নানা ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। এছাড়া সুদান থেকে ফেরত আসা ২৩৭ জনের কোনো তথ্য আমাদের কাছে আসেনি। এখন এই ২৩৭ জনের মধ্যে কেউ বলতেই পারে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কোনো কিছু পাইনি। আমরা তাদের বলতে চাই, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের সকল সহযোগিতা করতে আমরা প্রস্তুত রয়েছি।

সুদান ফেরত সবুজ হালদার বলেন, সব সময় একটা আতঙ্কের মধ্যে থাকতাম। এই বুঝি আমাদের গায়ে গুলি লাগলো অথবা কামানের গোলা এসে সব লন্ড-ভন্ড করে দিল। তার থেকে বেশি আতঙ্ক ছিল বিমান হামলা। আমরা সবসময় বেজমেন্টে অবস্থান করতাম;  হামলা হলেও অন্তত জীবনটা যেন বেঁচে যায়।

তিনি বলেন, আপনাদের কারণেই আমরা জীবন নিয়ে দেশে ফিরে আসতে পেরেছি। বাবা-মার কোলে ফিরে এসেছি। আজকে আমরা যে টাকাটা পেয়েছি সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এই দুঃসময়ে প্রবাসী কল্যাণমন্ত্রী আমাদের পাশে দাঁড়িয়েছেন। প্রবাসী ও তাদের পরিবারের পক্ষ থেকে মন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুল হক চৌধুরী ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হামিদুর রহমানসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা।

আমাদের ফ্রি Training গুলো দেখতে যুক্ত হতে পারেন YouTube Or Facebook এ


Web/Blog Site Link : https://insuranceman01.blogspot.com/
Fb Page : https://www.facebook.com/profile.php?id=100086409855197
YouTube: https://www.youtube.com/channel/UCI6gZhyuSM2PK5rdbahofuA

Thank You

No comments

Powered by Blogger.